বর্ষার জলে আমি যেন রাজপুঁটি
কালো মেঘে ছেয়ে গেলে করি ছোটাছুটি
বৃষ্টির ছোঁয়া পেয়ে আনন্দে মাতি
আবেশিত মনে ভিজি দস্যিরা সাথি।
ঘরে ফিরে মার ভয়ে কাঁপি ঠকঠক
হররোজ বকা খাই মেটে নাতো শখ
শনশন বায়ু বয় কালো মেঘ ধরে
আমি ফের ছুটে যাই থাকি নাতো ঘরে।
কদমের ডালে আমি যেন বুলবুল
ঝিলে গিয়ে তুলে আনি শাপলার ফুল
বড়শিতে মাছ পেলে খুব খুশি হই
বর্ষার সারাদিন জলে মেতে রই।
চুপিচুপি ছুটে যাই হিজলের বনে
মন খুলে কথা বলি কেয়াদের সনে
বৃষ্টিতে নুয়ে পড়ে বকুলের ডাল
ছুঁয়ে ছুঁয়ে কেটে যায় বর্ষার কাল।