Home তোমাদের কবিতা ফজর -শাহরিয়ার শাহাদা, যাব আমার গাঁয়-এম এস ফরিদ, শিক্ষা হলো -নুরুল হুদা...

ফজর -শাহরিয়ার শাহাদা, যাব আমার গাঁয়-এম এস ফরিদ, শিক্ষা হলো -নুরুল হুদা নুরী

ফজর
শাহরিয়ার শাহাদাত

ফজর হলো ভোর বিহানে
মুয়াজ্জিনের আযান,
কোমল স্বরে মা ডেকেছেন
সালাত পড়বি বাজান?

ঘুম জড়ানো দু-চোখ মেলে
খোকন বসে খাটে
অযু সেরে পড়বে সালাত
বসবে কোরআন পাঠে।

ফজর দিয়ে দিন শুরু হোক
মা বলেছেন তবে-
মিলবে রহম মহান খোদার
খাঁটি মুমিন হবে।

যাব আমার গাঁয়
এম এস ফরিদ

শহর থেকে অনেক দূরে আমার ছোট্ট গাঁয়
সাপের মত আঁকাবাঁকা নদী বয়ে যায়।

পথের ধারে বাঁশবাগান আর সারি সারি গাছ
নতুন পানির জোয়ার এলে লাফায় পুঁটিমাছ।
সবুজ ক্ষেতের ফুল ফসলের সরু পথ আর মাঠ
কালো দিঘির কাজল পানির শ্যাওলা পড়া ঘাট।

বাঁশ বাগানে চাঁদের হাসি জোছনা মাখা রাত
সোনালি রোদ ছড়ায় হেসে রাঙা যে প্রভাত।
যাবো আমি আমার গাঁয়ে দেখতে সোনার রূপ
চোখ জুড়ানো গাঁওখানি মোর মায়ায় অপরূপ।

শিক্ষা হলো
নুরুল হুদা নুরী

শিক্ষা হলো ভোরের প্রপাত
হেদায়েতের আলো,
দূর করে সে সমাজ থেকে
সকল আঁধার কালো।

শিক্ষা হলো জ্ঞানের চক্ষু
আলোকিত করা,
শিক্ষা দিয়ে করা যায় যে
পাক পবিত্র ধরা।

শিক্ষা হলো হেরার বাণী
প্রভুর নামে পড়া,
জ্ঞানের আলোয় সিক্ত হয়ে
নতুন সমাজ গড়া।

শিক্ষা হলো প্রভেদ দেয়াল
মূর্খতা আর জ্ঞানীর,
মূর্খরা ঠিক জন্মান্ধ আর
সম্মান আছে ধ্যানীর।

SHARE

Leave a Reply