ভোরবেলা দোর খুলে কেউ আর ওঠে না,
কেন আর সেই ছেলে ফুল হয়ে ফোটে না?
লেটো গান মন-প্রাণে যার ছিল-সেই আজ,
লুকালো কোথায় বলো হাতে যে অনেক কাজ!
ঝিঙে ফুল দুলদুল সুন্দর কি যে রঙ;
বুলবুলি লেজ তুলে দেখায় না সেই ঢং।
সুগন্ধি মনোহর শিউলির দোলাতে,
এই মনে সুর জাগে মন চায় ভোলাতে।
ফিরে এসো ফিরে এসো পেতে চাই সেই ফুল;
তাড়াবে যে অন্যায় এসো কবি নজরুল।