তোমার যদি শরৎ দেখার ইচ্ছে থাকে
খুব সকালে শিউলি তলায় দেখবে তাকে।
দেখবে সাদা ফুলের পাশে ফুল ছড়ানো
সারারাতের শিশির ধোয়া জল গড়ানো।
যখন তখন কোন সুদূরের বাতাস এসে
দুলিয়ে দিলেই ফুলগুলো সব উঠছে হেসে।
হাসছে পাতা সবুজ সবুজ স্বপ্ন দোলা
দেখবে শরৎ তোমার মতো হৃদয় খোলা।
শরৎ দেখার ইচ্ছে হলে আকাশ দেখো
সাদা মেঘের পাখনা নিয়ে কাব্য লেখো
মেঘের বনে ছড়িয়ে থাকা রোদের ডানা
নীল আকাশে দেখো কেমন আকাশ টানা।
সেই আকাশের শেষ সীমানা কেউ কি জানে
মন তবুও বুকের ভেতর আকাশ টানে।
খুব সহসা মন হয়ে যায় শরৎ পাখি
কাশফুলে তার আনন্দময় মাখামাখি।
তুমি যদি শরৎ দেখার ইচ্ছে রাখো
শেষ বিকেলে মিষ্টি রোদের গন্ধ মাখো।
ঝিংগে পাতায় আঁকবে ফড়িং নিজের রেখা
এই তো শরৎ এই তো তোমার শরৎ দেখা।
রাত্রি শেষে নতুন সকাল আসবে জানি
মন পাখিটা খুঁজবে উদার বনবনানী।
রোদ শুকাবে শরৎ রাতের শিশির কণা
এসব দেখে মন হয়ে যায় অন্যমনা।
শিউলি ফুলের গন্ধ তুলে শরৎ মাখি
মন হয়ে যায় উড়ন্ত এক বুনো পাখি।