আমরা হবো অনেক বড়ো
করবো বিশ্ব জয়
আঁধার কেটে আনবো ধরায়
নতুন সূর্যোদয়।
জীবন বেলায় রাখবো দূরে
অলসতা মন
জ্ঞান সাধনার বিবেক গড়ে
গড়বো এ জীবন।
আঁধার ভরা বিশ্বটাকে
করতে হেরার রাজ
নৈতিকতার সমন্বয়ে
করতে হবে কাজ।
আমরা জাগলে জাগবে ধরা
আসবে নতুন ভোর
মুছবে সকল মন্দ নীতির
অমানিশা ঘোর।