Home ছড়া-কবিতা ভেজে না শুধু রেদওয়ানুল হক

ভেজে না শুধু রেদওয়ানুল হক

ভেজে নদী ভেজে নালা
ভেজে ঘর বাড়িটা
বৃষ্টিতে ভিজে ভিজে
ভরে যায় হাঁড়িটা।

পাখি ভেজে পাখা ভেজে
ভেজে ফুল—কলিও
ভিজে ভিজে একাকার
রাজপথ গলিও।

আম ভেজে আতা ভেজে
ভেজে তাল নার্কেল
ভিজে ভিজে উল্লাস
খুকুদের সার্কেল।

ভিজে যায় মাঠ—ঘাট
আর ইট সুরকি
ভিজে গিয়ে ত্যানা ত্যানা
মুড়ালি ও মুড়কি।

ভেজে না ভেজে না শুধু
সীমারের মনটা
বৃষ্টির তোড়জোড়
বাড়ে যতো ঘণ্টা।

SHARE

Leave a Reply