কামিনীরা সন্ধ্যা বেলায়
শিউলি হাসে প্রাতে
খুশবু ছড়ায় মালতিরা
ঢেউ জাগানো রাতে।
দুপুর রোদে লাফায় ডালে
চম্পা ফুলের কলি
লাল গোলাপের গল্প কথা
একটু দাঁড়াও বলি।
বাদশা বাবর আনলো প্রথম
গোলাপ ফুলের চারা
সেই থেকে তো বাংলাদেশ
গন্ধে পাগলপারা।
আষাঢ় ফুঁড়ে কদম আসে
মেঘের ঘরে বেলি
চক্ষু মেলে হাস্নাহেনা
আঁধার ঠেলি ঠেলি।
শিশির মাখে ঘাসফুলেরা
শাপলা মাখে পানি
শীতের মিতা গন্ধরাজে
ছোট্ট আদরখানি।
ফুলের সাথে মিলাও হৃদয়
পাপড়ি ওড়াও দিলে
জোছনা সুখে ভাসবে তখন
বকুল ঝিলে ঝিলে।