মেঘের রানি চলছে উড়ে
ওই যে দূরের আকাশে,
চলছে হেসে মনের সুখে
কোথায় পেল পাখা সে?
মেঘের রানির ডাগর আঁখি
বলছে হেসে হেসে,
যাবো আমি অনেক দূরে
মেঘের ভেলায় ভেসে।
মেঘের রানি মেঘের ভেলায়
যাচ্ছে মাঠের তেপান্তরে,
ছুটছে হেসে রোজ নিশিদিন
দেশ হতে দেশ দেশান্তরে।