সূর্যমুখী তোমার মত
হাসতে পারি না,
রূপ বিলিয়ে কাউকে ভালো
বাসতে পারি না।
সূর্য্যি হাসি তোমার মুখে
হলুদ মাখা গায়,
দু’চোখ ভরে তাইতো সবাই
একনজরে চায়।
সবুজ ডাঁটায় মুখটা তুলে
তাকিয়ে যে রও,
অনেক মনের এমন করে
ভালোবাসা হও।
পাপড়ি তোমার বৃত্ত হয়ে
চারিদিকে রয়,
কিছু পাপড়ি ঝরে গেলে
হয় সৌন্দর্য ক্ষয়।