ঊষার আলো ফুটলে পরে
ভাবনা জাগে মনে,
কে উঠালো সূর্যটাকে
দিনের শুরু ক্ষণে।
সূর্যি মামার প্রখর আলো
কে দিলো তার গায়ে,
আলো বিলায় পাহাড়-পর্বত
কিংবা পল্লী গাঁয়ে।
কোন সে মহান সত্তা তিনি
সৃষ্টি করলেন বিশ্ব,
ডাকলে সাড়া দেন যে তিনি
ধনী-গরিব-নিঃস্ব।
সৃষ্টি যতো করলেন তিনি
মানবজাতির জন্য,
মহান প্রভুর সৃষ্টি দেখে
আজকে মোরা ধন্য।