Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম। আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। তাহলেই বেশি খুশি হবো।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া।

জুন ২০২১ মাসের ছড়া

“বিশ্ব মাঝে শীর্ষ তুমি
উচ্চে তোমার শির,
তুমিই হবে জগৎজয়ী
তুমিই হবে বীর।”

এপ্রিল ২০২১ মাসের ছড়া

“আসবে ঝড় উড়বে খড়
নাওটা হবে ছত্রখান
ভয় কি তাতে সাঁতরে চলো
নীল দরিয়া সাগরবান।”

হাতে হাত ধরো সবে
বাঁধন গড়ো একতার
ঈমান তোমার শক্তি হবে
ভিত্তি হবে সততার।

ন্যায়ের সমাজ গড়তে হবে
ভয় করো না বাতিলের
কুরআন-হাদিস নাওরে বুকে
পথটা ধরো রাসূলের।

আবদুল্লাহ মোহাম্মদ তাহিব
চরম্বা জান মো:পাড়া, লোহাগাড়া, চট্টগ্রাম

আরো যাদের লেখা ভালো হয়েছে –
ফাহিম তানজীম, কুষ্টিয়া; ওমর ফয়সাল, বেলকুচি, সিরাজগঞ্জ; মনিরুল ইসলাম, গাঁওকুড়া, ইসলামপুর, জামালপুর; শাওন সরকার সাজিদ, জুম্মাপাড়া, রংপুর; আমিনুল ইসলাম কাইয়ুম জমিদার বাড়ি, নড়াইল।

SHARE

Leave a Reply