কলম দিয়ে গাঁথতে পারি
সত্য কথার মালা,
আলোর পথে হাঁটতে পারি
আঁকতে পারি ভালা।
কলম নিয়ে রুখতে পারি
অগ্নি যোদ্ধা সেজে,
ভালোর পথে চলতে পারি
আপন মনে বেজে।
কলম ধরে সাজতে পারি
একটু আধটু কড়া,
তথ্য কথার গল্প শুনে
সৃষ্টি হবে গড়া।
বিশ্ব জয়ের কূল রাঙাবো
কলম নিয়ে সঙ্গে,
শক্তি নিয়ে পাপ তাড়াবো
থাকবে সবে রঙ্গে।