বছর শেষে এলো ঈদ
টুটে গেল চোখের নিদ।
ছোট বড় সবাই মিলে
ঈদগাহে যাওয়া,
নামাজ শেষে কোলাকুলি
দারুণ মজা পাওয়া।
চারিদিকে ঘুরছে সবাই
নতুন জামা গায়ে,
খোকা খুকি নাচছে দেখ
রঙিন জুতো পায়ে।
হাসি খুশি সারাটা দিন
আনন্দ হৈ চৈ
কোরমা পোলাও, মাছ, গোশত
সাথে মিষ্টি দই।
খোকা হাসে খুকি হাসে
হাসে ধনী, নিঃস্ব
ঈদের দিন তাইতো বুঝি
হাসে সারা বিশ্ব।