ঈদ মানে আনন্দ
অনেক আগের আবছা
ঈদের দিনে মজা হয়
স্মৃতিটা খুব ঝাঁপসা।
ভোর বিহানে ঘুম ভাঙে না
অনেক রাতে ঘুমাই,
মা ডাকলে উঠি ঠিকই
সকাল হলে ঝিমাই।
শিরনি খাবো সেমাই খাবো
ঈদ গাহেতে যাবো,
সনাতনী প্রথাগুলো
কেমনে মেনে নেব?
ফেসবুকেতে চাঁদনী রাতে
ঈদের খুশি জানাই,
নতুন জামা পরতে হবে
কি সব ধানাই পানাই!
আমরা এখন বেশতো আছি
দিব্বি হেসে খেলে,
ফূর্তি করি হাতের মুঠোয়
যুগটা ডিজিটালে।
ঈদের খুশি তোমরা করো
আঁকড়ে ধরো স্মৃতি,
আমাদেরকে ক্ষমা করো
টানছি এবার ইতি!