Home ছড়া-কবিতা কবিতা ঈদ এলে -শাহাদাৎ সরকার

ঈদ এলে -শাহাদাৎ সরকার

ঈদ এলে
জিদ চেপে যায়
নতুন জামা পাবার।
মায়ের হাতের
শিরনি পায়েস
পোলাও কোরমা খাবার।

ঈদ এলে
নিদ চলে যায়
নিদ চলে যায় দূরে
আনন্দ আর ফূর্তিগুলো
থাকুক বছর জুড়ে।

SHARE

Leave a Reply