হলদে বিকেল লুকোয় যখন সন্ধ্যা আসে হেঁটে
আকাশটাতে কেউ দিয়ে যায় রক্তজবা বেটে।
কিংবা হাজার লাল গোলাপের পাপড়ি সেলাই করে
নীল আকাশে নকশি কাঁথা বিছায় থরে থরে।
নকশি কাঁথার লাল উঠোনে রূপালি চাঁদ হাসে
চাঁদের মুখে চিঠি লিখে ঈদের খুশি আসে।
চাঁদের চিঠির মিষ্টি ভাষা সবার আছে জানা
চাঁদ এনেছে নতুন চিঠি আনন্দে আটখানা।
ভোর না হতে সকাল এসে পাড়ায় পাড়ায় দোলে
ঈদের খুশি নামে এসে এই পৃথিবীর কোলে।
ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ আনন্দ গাড়ি
যাচ্ছে গাড়ি ধনী গরিব দুখী সবার বাড়ি।
সুখ টিকেটে নাম লিখিয়ে ভাসে খুশির বানে
আজ খুশিরা ভীষণ খুশি ঈদের খুশির গানে।
এমন গানে সবার প্রাণে জাগলো নতুন সাড়া
সব ভেদাভেদ ভুলে এখন এক হয়েছে পাড়া।
বুক মিলিয়ে বাজায় সবাই এক মিলনের বাঁশি
হিংসা বিভেদ হানাহানির দেবে এবার ফাঁসি।
চতুর্দিকে দোল দোলানি খল খলে খুব খুশি
আমার ছোট্ট মনে আমি মস্ত আশা পুষি।
বছর জুড়ে এমন খুশি থাকতো ঈদের মতো
মানুষগুলো পাখির মতো ফুলের মতো হতো।