ঈদ মানে যে কী আনন্দ, অথৈ সুখের বন্যা
ঈদ মানে যে মায়ের কোলে নয়া চাঁদের কন্যা।
ঈদ মানে তো ফুল বাগানের সুবাসমাখা ফুল
ঈদ মানে তো ফুল কিশোরীর বেণি করা চুল।
এসো এসো ফুলপাখিরা খুশিতে গান গাই
ঈদের দিনে ফুলের বনে যাই হারিয়ে যাই।
এবার ঈদে শপথ নিলাম জগৎ ভালো বাসবো
বারে বারে ফুলের বনে ভ্রমর হয়ে আসবো।
আমরা হবো মৎস্য কন্যা সুখ সাগরে ভাসবো
আমরা হবো চাঁদের মেলা হাজারো চাঁদ হাসবো।