বছর ঘুরে আবার এলো
রহমতের-ই মাস
পাপি বান্দা খোদার কাছে
ক্ষমার সুযোগ পাস।
এই মাসেতে রাখলে রোজা
নেকী পাবে অনেক
খোদার হুকুম মেনে চললে
উত্তম হবে জনেক।
রাখলে রোজা দৃঢ় থাকে
ঈমান ও আমল
তওবাকারী বান্দার প্রতি
হৃদয় থাকে কোমল।
রোজাদারের মুখের গন্ধ
সবচে বেশি প্রিয়
খোদার প্রতি সিজদাটাও
বেশি করে দিও।