Home ছড়া-কবিতা কবিতা আমার মুনাজাত -রাশেদ নাইব

আমার মুনাজাত -রাশেদ নাইব

মুয়াজ্জিনের আযান শুনে
মসজিদে যাই,
মহান রবের ঘরের চেয়ে
শ্রেষ্ঠ কিছু নাই।

হৃদয় খুলে চাওয়া যাবে
রুখবে না যে কেউ,
যার ইশারায় শান্ত নদে
উপচে ওঠে ঢেউ।

দু’হাত তুলে প্রভুর জন্য
করি মুনাজাত,
মাফ করে দাও ওগো প্রভু
আমার গুনাহখাত।

পাপী আমি কত গুনাহ
করেছি জীবনে,
পাপগুলো সব দাও না মুছে
নূর জ্বালিয়ে মনে।

SHARE

Leave a Reply