সত্য পথে কেউ হাঁটেনি
তাই কি তুমি হাঁটবে না
কেউ খাটেনি সঠিকভাবে
তাই কি তুমি খাটবে না?
থাকতে সময় আর কতকাল
কাজের মাঠে নামবে না
কেউ নামেনি তাই বলে কি
তোমার মাথাও ঘামবে না?
এগিয়ে যাওয়ার সময় এখন
পিছিয়ে যাওয়া ঠিক তো না
সত্যপথের পক্ষে না হয়
সবাই এমন লিখতো না!
সুখপাখিটা কেউ ধরেনি
তাই কি তুমি ধরবে না
মন ভালো নেই, তাই বলে কি
মনকে ভালো করবে না?
সময়মতো কেউ শেখেনি
তাই কি তুমি শিখবে না
অসত্যকে উপড়ে দিয়ে
সত্য কথা লিখবে না?
শুভ সময় সম্মুখে তা
বলছে পাখি ওই শাখে
আর ঘরে নয়, বাইরে এসো
আগুন ঝরা বৈশাখে।