প্রাণপ্রিয় বন্ধুরা
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছ।
আবারও এলো বাংলা নতুন বছরের প্রথম মাস- বৈশাখ।
তোমাদের জন্য রইলো নতুন বছরের আন্তরিক ফুলেল শুভেচ্ছা।
বৈশাখ মানেই এক আনন্দমুখর উৎসবের মাস।
বৈশাখ এলেই প্রাণস্পন্দনে সরব হয়ে ওঠে গোটা মফস্বল, গ্রাম-গঞ্জ, হাট-বাজার প্রভৃতি। চলে কত রকমের আয়োজন! নতুন বছরে দোকানে দোকানে চলে হালখাতার পালা। চলে বৈশাখী মেলাসহ কত্ত রকমের খেলাধুলার পালা-পার্বণ! সেসব আয়োজন দেখে চোখ জুড়িয়ে যায়, ভরে যায় মন-প্রাণ।
বৈশাখের এই প্রকৃত আনন্দ ছড়িয়ে পড়–ক গ্রাম থেকে শহরে ও গোটা বাংলাদেশে। সেই সাথে চালু হোক সর্বস্তরে বাংলা সন ও তারিখের ব্যবহার। তাহলেই সার্থক হয়ে উঠবে বৈশাখ-কেন্দ্রিক আমাদের সকল আয়োজন ও আনন্দ।
বৈশাখ তারুণ্যের প্রতীক। যৌবনের প্রতীক। তারুণ্যই একমাত্র পারে পুরাতনকে ভেঙে নতুন করে গড়তে।
আমরা চাই সেই তারুণ্য, সেই যৌবনদীপ্ত টগবগে প্রাণ। আমরা চাই বৈশাখের মত শত-সহস্র উচ্ছল প্রাণ। আমরা যেন আমাদের এই চির সবুজের দেশকে নতুন করে গড়ে তুলতে পারি। সেই প্রচেষ্টাই আমাদের অব্যাহত রাখতে হবে।
আবারও ফিরে এলো রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস- মাহে রমজান। এসো, রমজানের এই পবিত্রতম মাসে আমরা আমাদের সার্বিক কল্যাণের পাথেয় সংগ্রহ করি।
আজ এই পর্যন্তই!
আল্লাহ হাফিজ।