Home ছড়া-কবিতা কবিতা সোনালি দিন -সালমা বিনতে শামছ

সোনালি দিন -সালমা বিনতে শামছ

ভুলে গেছি বৌচি খেলা- কানামাছির দিন,
ভুলে গেছি লুকোচুরি- শাসন বিহীন।
ভুলে গেছি চড়ুই ভাতি- ডিম খিঁচুড়ির বেলা,
ভুলে গেছি খেলনা বাটি- বট তলার ঐ মেলা।

ভুলে গেছি কাপড় কেটে- বউ পুতুলের বিয়ে,
ভুলে গেছি ভূতের ভয়- একলা চলতে গিয়ে।
ভুলে গেছি ছিপ বড়শির- পুকুর পাড়ের ক্ষণ
ভুলে গেছি স্কুল ফাঁকির- অবাধ্য খেলার মন।

ভুলে গেছি বৈশাখ ঝড়ের- কুড়িয়ে পাওয়া আম,
ভুলে গেছি দুধের মালাই- দুই টাকা যার দাম।
ভুলে গেছি ফেরিওয়ালার- কাজল, ফিতে, চুড়ি,
ভুলে গেছি দূর আকাশের- নাটাই হাতে ঘুড়ি।

ভুলে গেছি শীত বেলার- পিঠা পুলির ধুম,
ভুলে গেছি ধান মাড়ানো- কেড়ে নেওয়া ঘুম।
ভুলে গেছি শাপলা, শালুক – কলমি ফুলের ঘ্রাণ,
ভুলে গেছি মাটির কলসি- বাঁশির সুরের গান।

ভুলে গেছি পাতার ফুল – কাগজের প্লেন,
ভুলে গেছি শীতল পাটি – সাঁঝের হারিকেন।
ভুলে গেছি মেহদী বাটা – হাতের কারুকাজ,
ভুলে গেছি নববধূর – আলতা দিয়ে সাজ।

SHARE

Leave a Reply