Home ছড়া-কবিতা কবিতা জোনাকি ও আমি -তিতুমীর মিজান জোনাকি ও আমি -তিতুমীর মিজান March, 2021 জোনাকিরা উড়ে চলে নিশিথের আঁধারে মিটিমিটি সুধা আলো জ্বলে বারে বারে। জোনাকির আলোময় দেহ আমায় মুগ্ধ করে নিজেকে আমি সেভাবে তুলতে চাই গড়ে। আলো বিলায় জোনাক দেখি নিজের স্বার্থ ভুলে আমিও চাই হাসুক মানুষ এই দুনিয়া কুলে।