Home ছড়া-কবিতা কবিতা আমার দেশ -শাহাজাহান হোসেন আমার দেশ -শাহাজাহান হোসেন March, 2021 সবুজ শাড়ির ঘোমটা পরা এইতো আমার দেশ, এইখানেতে নিত্য সুখে আমরা আছি বেশ। ইচ্ছে হলে কিনতে পারি স্বাধীন দেশের পণ্য, এই দেশেতে জন্ম নিয়ে তাইতো আমি ধন্য।