Home ছড়া-কবিতা কবিতা স্বাধীনতা -সম্রাট আকবর জনি

স্বাধীনতা -সম্রাট আকবর জনি

আমার বাংলা
তোমার বাংলা
শস্য শ্যামল বেশ
ছাব্বিশেতে স্বাধীন হলো
সোনার বাংলাদেশ।

স্বাধীন দেশের
স্বাধীন মানুষ
স্বাধীন হরেক কিছু
স্বাধীন মুখে কথা বলে
মায়ের কোলের শিশু।

গভীর জলে
সাগর তলে
মুক্তা এবং হীরা
স্বাধীনতার মাসটি ঘিরে
ছাব্বিশ তারিখ সেরা।

দোয়েল কোয়েল
ডাকছে মুহু
উড়ছে সারি সারি
স্বাধীনতার আকাশ জুড়ে
দেখতে লাগে ভারি।

SHARE

Leave a Reply