Home ছড়া-কবিতা কবিতা আমার মায়ের কোল -হেলাল আনওয়ার

আমার মায়ের কোল -হেলাল আনওয়ার

ফুল ফসলে বধূর সাজন
সবুজ শ্যামল মাঠ
নদীর বুকে নৌকা চলে
রূপসা ভূমির হাট।
দেখতে লাগে বেশ
পরী বেশে সেজে আছে
আমার বাংলাদেশ।

পালকি কাঁধে বেয়ারা চলে
ঘুঙুর পরা পায়
আকাশ নীলে উঠছে দুলে
সবুজ বিশ্বময়।
রবি শশী হাসে
সেতারগুলো নামছে যেন
আমার সোনার দেশে।

কেউবা বলে রূপের রাণী
অঙ্গ ভরা রূপ
সবুজ খামে মোড়া সেতো
কী যে অপরূপ!
দেখতে তুমি চাও?
আমার মায়ের কোমল কোলে
একটু ফিরে যাও।

SHARE

Leave a Reply