নরম কোমল সজনে শাখায়
খই ঝুরঝুর ফুল
দুপুর রোদে শিমুল ডালে
আগুন হুলস্থুল।
কোন নিকুনির নীলের কাদা
আকাশটাতে মাখা
তারার হাসি রস ভুরভুর
চাঁদের হাসি বাঁকা।
মাঘ ফাগুনের খোলা মাঠে
হাওয়ার গোল্লাছুট
মৌমাছিরা আম মুকুলের
করছে মধু লুট।
এমন দিনে কে বসে রয়
রুদ্ধ নীরস ঘরে?
প্রজাপতির রঙিন ডানায়
উড়বো তেপান্তরে।