ছোট্ট খুকির বায়না
দিতে হবে আয়না,
গাল ফুলিয়ে থাকে খুকি
কিছুই খেতে চায় না।
বাবার সাথে আড়ি
দেয়নি কিনে শাড়ি,
তাই চটেছে আবার খুকি
দূরে দেবে পাড়ি।
মায়ের কাছে চেয়ে
বার্বি ডল না পেয়ে
রাগ করেছে মায়ের সাথে
তাই আছে না খেয়ে।
খুকির কাণ্ড দেখে
সকল কাজ রেখে
সব এনেছে কিনে বাবা
নিজে একে একে।
দেখে এবার খুকি
দূর থেকে দেয় উঁকি
রাগ নিমিষে মুছে ফেলে
হেসে দেয় সে টুকি।