Home ছড়া-কবিতা আমার দেশ -শেফায়েত সাকি আমার দেশ -শেফায়েত সাকি February, 2021 কৃষক তাঁতী আমার দেশে নিত্য থাকে সদাই হেসে কর্ম করে ভালো, স্বাধীন দেশে গর্ব তারা কুমোর-মুচি কৃষক-যারা তারাই জ্বালে আলো। শিক্ষা দিয়ে জ্বালাও বাতি দেশের কাজে সবাই মাতি, হাতে-হাতটা রেখো, ভিনজাতিকে আপন করে খাঁটি পথের খসড়া ধরে চোখটি ভরে দেখো।