Home ছড়া-কবিতা ঘুঘুর বাসা -শিমন রহমান ঘুঘুর বাসা -শিমন রহমান February, 2021 দেখবে নাকি ঘুঘুর বাসা দেখবে নাকি বলো? দেখতে যদি চাও তুমি আমার সাথে চলো। দুটো সোনা নাদুস নুদুস ফুটেছে এই সবে! দেখতে হলে গাছের ডালে চাইতে তোমার হবে।