Home ছড়া-কবিতা শিশির মহিউদ্দিন -বিন্ জুবায়েদ শিশির মহিউদ্দিন -বিন্ জুবায়েদ January, 2021 শিশির চটুয়ে পড়ছে নুয়ে পাকা ধানের ডগা। আইলে বসে শিকার কষে সাদা কানি বগা। ঘাসের গায়ে রঙিন নায়ে রোদের পরশ মাখে। ডাহুক পাখি উঠছে ডাকি শুঙ্কা বিলের বাঁকে।