Home ছড়া-কবিতা মা -রোদেলা রৌদ্র মা -রোদেলা রৌদ্র December, 2020 মায়ের কাছে পাই যে আদর পাই মমতা সুখের চাদর তার মতো কেউ নয়, খুঁজলে কোথাও পাবে নাকো এই না জগৎময়। মায়ে প্রথম শেখায় বুলি তার কাছে সব দুঃখ ভুলি তার তুলনা নেই, সবচে বেশি আপন তিনি এই দুনিয়াতেই।