থরথরিয়ে কাঁপছে শরীর
কাঁপছে খুকুর দাঁত
এক ঘুমেতে যায় যে খুকুর
একটা বড়ো রাত।
সকালবেলা ভোরে উঠে
মক্তবে যায় ছুটে
পড়াশুনায় বেশ,
পাখি ডাকা শীতের ভোরে
কিচিরমিচির করে যেন
জেগে তোলে দেশ।
উত্তরে বয় শীতল হাওয়া
কাঁপায় আরো শীত,
মায়ের কোলে খুকু তখন
গায় খুশিতে গীত।