হেমন্তরূপ হলুদখামে
খেলছে পাতাঝরা,
বিবর্ণতায় সবুজ ভূমি
মলিন বদন ধরা।
বিরানভূমির করুণ দশা
চারদিকে বয় খরা,
বিষণœতায় বৃক্ষলতা
ঠায় দাঁড়িয়ে মরা।
লুকোচুরি খেলছে যেন
মিষ্টি রোদের ছায়া,
প্রকৃতিতে পালাবদল
কী অপরূপ মায়া!
মাঠে মাঠে সোনার মত
পাকা ধানের ছড়া,
ক্ষণিক দেখায় হেমন্তটা
নাড়ছে শীতের কড়া।
উঠোন জুড়ে নতুন ফসল
ভরছে চাষির গোলা,
কৃষক মনে হেমন্তকাল
জাগায় খুশির দোলা।