সাবান দিয়ে হাত ধুয়ে নাও
বাইরে থেকে এসে,
অযু গোসল ইস্তেনজা ও
খাবার শুরু শেষে।
পরিধেয় জামাকাপড়
রাখো পরিষ্কার,
আল্লাহ রাসূল নারাজ থাকেন
নোংরামির উপর।
বাসনকোসন রাখো ধুয়ে
খাবার শুরু শেষে,
সাবান দিয়ে হাত ধুয়ে নাও
বাইরে থেকে এসে।
নখ কেটে নাও নিয়মিত
কাটো লম্বা চুল,
যেখান সেখান থুথু ফেলা
খুব ক্ষতিকর ভুল।
দাঁত মেজে নাও ভালো করে
ঘুমের শুরু শেষে,
সাবান দিয়ে হাত ধুয়ে নাও
বাইরে থেকে এসে।
বই ও খাতা গুছিয়ে রাখো
গোছাও শোয়ার ঘর,
বালিশ কাঁথা থাকে যেন
ভালো পরিষ্কার।
পরিচ্ছন্ন পবিত্রতায়
থাকলে ভালোর বেশে,
সুস্থ-সবল জীবনটাযে
উঠবে হেসে হেসে।