আমি এখন বুঝতে পারি
আমার ভালো-মন্দ,
হবে না আর কারো সাথে
এখন থেকে দ্বন্দ্ব।
আমি এখন চিনতে পারি
আসল নকল পণ্য,
কিনতে পারি সঠিক দামে
খাদ্য নিজের জন্য।
আমি এখন হাসতে জানি
হাসির গল্প শুনে,
কাঁদতে জানি সবার দুঃখে
ভালো-মন্দ গুণে।
আমি এখন সইতে পারি
দুঃখ ব্যথা কষ্ট,
কইতে পারি সবার কাছে
ছন্দে কথা পষ্ট।