Home ছড়া-কবিতা সাদা সারস শিমন রহমান সাদা সারস শিমন রহমান September, 2020 বাঁশ বাগানের মাথার ওপর সাদা সারস থাকে, সন্ধ্যে হলে আপন মনে গলা তুলে ডাকে। ভোর বেলাতে উড়ে উড়ে যায় রে বিলের ধারে, পোহাতে হয় সময় অনেক ধরতে পুঁটি তারে। চুপটি করে ঘুপটি মেরে থাকে বসে ঠাঁই, আগের মত পায় না যে আর ছোট্ট পুঁটি নাই।