ভাঙ্গবো না আর পাখির বাসা
ধরবো না আর ছানা
ছিঁড়ব না আর ফুলগুলো সব
ধরতে ফড়িং মানা।
ভিজবো না আর বাদল দিনে
করবো না আর ভুল
রাখবো শরীর পরিষ্কার
করবো ছোট চুল।
নখগুলো সব করবো ছোট
মাজবো দু’বার দাঁত
খাবার আগে, খাবার পরে
ধুয়ে নেবো হাত।
খেলার সময় খেলা
আর পড়ার সময় পড়া
নিয়ম মেনে চললে হবে
শোভন জীবন গড়া।