Home ছড়া-কবিতা কবিতা শরৎ-খেলা সোলায়মান আহসান

শরৎ-খেলা সোলায়মান আহসান

আকাশ পাতে মেঘের ভেলা যায় চলে যায় ভেসে
যেথায় থাকে রাজপুত্তুর অবুঝ ভালোবেসে
মনটা তার উড়ু উড়ু ঘরে থাকতে চায় না,
তেপান্তরে ছুট দেবে সে স্বাধীনতা পায় না।

ঘরের কোণে আরশি ধারে দাঁড়িয়ে থাকে ঠায়
সবাই ডাকে আয় না খোকা-আয় না কাছে আয়!
কি আর করা, খোকন সোনা মেঘের দলে ভিড়ে
যায় হারিয়ে চুপটি করে-ফিরবে না আর নীড়ে।

ভাবনা নিয়ে ঘর ছেড়েছে বন-পাহাড়ে জুড়ি
ভালোবাসি ভালোবাসি-বলল পাথর-নুড়ি!
মাঠের পাখি দুষ্টু বক নেয় না খেলার সাথী
যায় উড়ে যায় দূর আকাশে, খুঁজছে আতিপাতি।

টেলিফোনের তারে বসে ফিঙ্গেরা খায় দোল।
শালিখগুলোর কিচির-মিচির বিদঘুটে সব বোল
ভাল্লাগেনা বিকেল গড়ায় সন্ধ্যা মণি এলো
ঝম ঝমা ঝম বিষ্টি নেমে করলো এলোমেলো।

এই যে বিষ্টি এই যে রোদ লুকোচুরি খেলা
শরৎকালের মিষ্টি-মধুর পসরা সাজায় মেলা।

SHARE

Leave a Reply