Home ছড়া-কবিতা শরৎ ঋতু এসে -আসমা আক্তার শিমু শরৎ ঋতু এসে -আসমা আক্তার শিমু August, 2020 রঙের কৌটা ছড়িয়ে দিলো শরৎ ঋতু এসে, সূর্য উঠে পূব আকাশে মুক্তো ঝরা হেসে। কাশের সারি নদীর তীরে পাল তোলা নাও ভাসে, পুকুর, ডোবা, ঝিলের মাঝে শাপলা শালুক হাসে। শিউলি, বকুল ঝরে পড়ে ঊষার অনুরাগে, এলোমেলো হিমেল হাওয়া ভীষণ মনে লাগে।