Home ছড়া-কবিতা বর্ষা মানে -ছামির আলী ভূঁইয়া

বর্ষা মানে -ছামির আলী ভূঁইয়া

বর্ষা মানে দিন দুপুরে
কদম ফুলের গন্ধ,
কবির মনে নতুন ছড়া
গান কবিতার ছন্দ।

বর্ষা মানে হঠাৎ করে
টাপুর-টুপুর বৃষ্টি,
আকাশ জুড়ে মেঘে মেঘে
নেয় ছিনিয়ে দৃষ্টি।

বর্ষা মানে রয় লুকিয়ে
লম্বা কালো সাপটা,
চুপটি করে ব্যাঙের দলে
হঠাৎ মারবে ঝাপ্টা।

বর্ষা মানে মেঘের জলে
হঠাৎ পুকুর ভরবে,
চতুর্দিকে জলে জলে
শুধুই খেলা করবে।

SHARE

Leave a Reply