ঈদ সেতো জবাকুঁড়ি
লাল সাদা ফুলে
চুমু দেয় প্রজাপতি
সব লাজ ভুলে।
ঈদ সেতো মেঘভাঙা
আকাশের গাঁয়ে
বাঁকা চাঁদ উড়ে যায়
খুশিদের নায়ে।
ঈদ সেতো খোকাদের
একসাথে থাকা
খুকুদের সাজ সাজ
রঙ গায়ে মাখা।
ঈদ সেতো আমোদের
বাঁধ ভাঙা ভিড়ে
সন্ধ্যায় ফিরে আসা
পাখিদের নীড়ে।
ঈদ সেতো দিল খুলে
বুকে বুক রাখা
হাসি খুশি মমতার
উপবন আঁকা।