এক ফালি চাঁদ উঠল হেসে
দূর নীলিমায় ওই আকাশে।
জানি তা ঈদের চাঁদ
উপচে পড়া খুশির বাঁধ।
সব মানুষই ভুলে যাবে
মনের যত বেদন-বিষাদ
তবু কেনো মায়ের বুকে
ঝড় বয়ে যায় অকস্মাৎ।
তোমরা যারা কেড়ে নিলে
মায়ের বুকের ধন
কেমন করে করবে বলো?
আনন্দে আজ ঈদ উদযাপন!
বাবার ফেরার পথ চেয়ে
যেই শিশুটি কাঁদে সারাক্ষণ,
ছেলে হারিয়ে যেই মায়েরা
দিচ্ছে আজও অশ্রু বিসর্জন,
বলতে পারো? তাদের কাছে
কেমন হবে ঈদের আয়োজন!
ঈদের খুশি নয়তো সেথায়
যেথায় শুধু মানুষগুলো সইছে নিপীড়ন।
যেদিন মানুষ ভুলবে বিভেদ
গাইবে শুধু মানবতার গান।
ঈদের চাঁদটি হাসবে সেদিন,
বইবে ধরায় সুখের সমীরণ।