সময় খেকো রাক্ষস তুমি
যায় যে সময় কেটে,
বন্ধু সখা আপনজনের
ওয়াল ঘেঁটে ঘেঁটে।
লাইক কমেন্ট করি আমি
আখড়াগুলো ঘুরি,
মজার জন্য নিজের কবর
নিজের হাতেই খুঁড়ি।
ভাবছি মনে যাবই চলে
লগিন রেখে বুকে,
পড়ব এবার পুস্তকগুলো
পড়া ফেলবো চুকে।
মনহরিণী বলে চুপি
একটু আরো চালাও,
দেখতে দেখতে রাতটা গেলো
পড়া তুমি পালাও।
কালো জাদুর মতো তুমি
ভেলকি লাগাও মনে,
চলো যদি এভাবে মন
যেতে হবে বনে।
কাজের সময় পড়ার সময়
মনটা বেজায় উড়ু,
তুমি একটি পুস্তক আজব
সময় খাওয়ার গুরু।