Home ছড়া-কবিতা ঈদ ভাবনা -কাজী শামীমা মিতা

ঈদ ভাবনা -কাজী শামীমা মিতা

ঈদ মানে আনন্দ
চোখে নাইতো নিদ
এবার প্রথম বাবার চোখে
দেখতে পেলাম ভীত।

গরুর মাংস পাঁচ ছয় শ
খাসির নাগাল নাইরে
দেশি মুরগি বিলীন তাই
পোলট্রি মুরগি খাইরে।

পেঁয়াজ-রসুন বাবা আনেন
অল্প অল্প করে-
তাইনা দেখে মায়ের খিটিমিটি
চলছে অকাতরে।

এবার ঈদে কী যে হবে
ভেবেই বাবা সারা
রমজান আর ঈদ সামলাতে
হবেন দিশেহারা।

এমন তর ডিজিটাল দেশে
আমরা করি বাস
অভাব-দুঃখ-হতাশাতে
বের হয়ে যায় শ্বাস।

SHARE

Leave a Reply