চারিদিকে খুশির জোয়ার
উঠছে তবে চাঁদ
ঘসেটিরা ব্যর্থ হবে
যতই পাতুক ফাঁদ।
হই চৈ চৈ হই রৈ রৈ
আজকে মজার ঈদ
বীরের জাতি যুবকের দল
ভাঙারে তোরা নিদ।
ঈদের রঙে রঙিন হয়ে
উড়াই নৌকার পাল
শক্ত করে ধরি এবার
সত্য পথের হাল।
রমজানের শিক্ষা নিয়ে
ঈদের মাঠে আজ
সবাই মিলে শপথ নিলাম
করব ভালো কাজ