নতুন বছর শুরু হলে
স্বপ্ন জাগে মনে
নতুন ভাবে গড়বে জীবন
ভাবে প্রতিজনে,
নতুন বছর করবে শুরু
নতুন কিছু দিয়ে
পরের বছর আসবে আবার
অন্য কিছু নিয়ে।
ভাবতে ভাবতে দেয় যে উঁকি
নববর্ষের ডাক
জীবন থেকে যায় হারিয়ে
স্বপ্ন আঁকা ঝাঁক,
ভাবনাগুলো ভাবনাই থাকে
হয় না কোন কাজ,
অলসতায় দেয় কাটিয়ে
সকাল দুপুর সাঁঝ।
এই যদি হয় ভাবনাগুলো
চলতে থাকে বেশ
শেষ জীবনে পরের ওপর
দিতে হবে ঠেস,
থাকতে সময় এই বছরটি
সাজাও আপন সুরে
অলসতা ছিটকে ফেলো
অনেক অনেক দূরে।