দুরন্ত বৈশাখে এক উড়ন্ত হাওয়া এসে
দোলা দেয় মন
অশ্রুমাখা ক্ষিপ্ত মেঘ পুবাল ঝড়
সে এখন আছে কেমন?
ঘূর্ণি হাওয়ায় কাঁদে রাত
আকাশে মেঘের ভেলা
কেউ নেই পাশে আজ
ঝিলিক ঝিলিক বিজলির খেলা।
ঈশান কোণে ঝড় নেমেছে
আমার আকাশে মেঘ
বৈশাখী ঝড় মুছে ফেলে স্মৃতি
বুকে তাই উদ্বেগ।
এই বৈশাখ মুছে দিয়েছিল
স্মৃতির কত দাগ
নব বৈশাখে ফিরে আসুক
আমার সব অনুরাগ।