Home হাসির বাকসো হাসির বাকসো

হাসির বাকসো

সকালবেলা হঠাৎ আকাশের সাথে ইজাজের দেখা-
আকাশ বললো- বন্ধু, দাঁড়া! ব্রেকফাস্ট করেছিস?
ইজাজ- হ্যাঁ, এই যে মাত্র করলাম, তুই দেখলি না?
আকাশ- মানে! তুইতো সবে সাইকেল নিয়ে এসে দাঁড়ালি। ব্রেকফাস্ট করলি কখন? মাথা কি ঠিক আছে?
ইজাজ- কেন না! আমিতো দিনে অনেকবার ব্রেকফাস্ট করি।
আকাশ- তা কিভাবে?
ইজাজ- ওহহো! এখনতো দেখছি তোকে শব্দার্থ শিখাতে হবে।
আকাশ- কিসের শব্দার্থ?
ইজাজ- ব্রেক অর্থ ‘থামানো’ জানিসতো?
আকাশ- হ্যাঁ, থামানো।
ইজাজ- আর ফাস্ট অর্থ দ্রুত। তুই যখন আমাকে ডাক দিলি, তখন আমি আমার সাইকেলটি দ্রুত থামিয়ে দিলাম। আর একেই ইংরেজিতে বলে ব্রেকফাস্ট। বুঝলি?
সিফাতউল্লাহ্ আফিফ
ভেদরগঞ্জ, শরীয়তপুর

পদার্থবিজ্ঞান ক্লাসে দুই বন্ধু আলোচনা করছে-
১ম বন্ধু : জড় বস্তুর ক্ষেত্রে যদি ইট (রঃ) হয়। তাহলে মানুষের ক্ষেত্রে কী হয়?
২য় বন্ধু : পাথর।
১ম বন্ধু : কেন?
২য় বন্ধু : জড় বস্তুকে ইট দিয়ে মেরে ফেলা যায়। কিন্তু মানুষকে সেই অবস্থা করতে গেলে পাথর লাগবে।
হাবিবুর রহমান
শেরেবাংলা, ঘাড়ি পাড়া,
দেওয়ানগঞ্জ, জামালপুর

দুই বন্ধুর মাঝে কথোপকথন-
১ম বন্ধু : কিরে দোস্ত, তোর যে মন খারাপ।
২য় বন্ধু : আরে বলিস না! কালকে আমাদের ঘরে চোর ঢুকেছে।
১ম বন্ধু : কেন? তুই কী করছিস?
২য় বন্ধু : আরে দোস্ত, কালকে রাতে আমি হিসাববিজ্ঞানের দুই লক্ষ টাকার একটা অংক করেছি। চোর মনে হয় শুনছে রে।
ইয়াছিন আরাফাত
হাজির পাড়া, লক্ষ্মীপুর

বস এবং কর্মচারীর মধ্যে কথা হচ্ছে-
কর্মচারী : বস, আমাকে এই মাস থেকে বেতন বাড়িয়ে দিতে হবে।
বস : সম্ভব না।
কর্মচারী : তাহলে ৫টার সময়ে ছুটি দিতে হবে।
বস : কেন?
কর্মচারী : তাহলে আমি রাতের বেলা অটো চালাবো, অধিক ইনকামের জন্য।
বস : আচ্ছা ঠিক আছে। অটো চালাতে যখন ক্ষুধা লাগবে তখন রেলস্টেশনের পূর্ব পাশে আসবে।
কর্মচারী : কেন বস?
বস : রাতের বেলা ওখানে আমি পরটা ভেজে বিক্রি করি, অধিক ইনকামের জন্য।
মোহাম্মদ ফরহাদ হোসাইন
সদর-লক্ষ্মীপুর

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : কিরে তোর অসুখ ভালো হয়নি
অসুস্থ বন্ধু : ডাক্তার ওষুধ দিয়েছে, আমি খাইনি।
১ম বন্ধু : কেন? কী হয়েছে।
অসুস্থ বন্ধু : আরে, ঐ ওষুধের প্যাকেটে লেখা ছিল ‘শিশুদের নাগালের বাইরে রাখুন’ আমার বয়সতো ১৫ বছর, ঐ দিন বাবা বলেছে ১৮ বছরের নিচে সবাই শিশু।
মো: হাছান
চরমোহনা, রায়পুর, লক্ষ্মীপুর

কাস্টমার : ভাই কাল আপনার দোকান থেকে ফোন কিনেছিলাম সেই টাকা ফেরত দেন।
দোকানদার : টাকা ফেরত দেব কেন?
কাস্টমার : আপনি তো বলছিলেন ১ বছরের ভেতর ফোনের কিছু হলে টাকা ফেরত।
দোকানদার : হ্যাঁ, আপনার ফোনের কী হয়েছে?
কাস্টমার : কাল রাতে ফোনটা চুরি হয়েছে।
মোঃ রেদওয়ান

SHARE

Leave a Reply