আমরা এখন যেই পতাকা দেখি
যেই পতাকায় রঙিন স্বপ্ন লিখি
সেই পতাকা আনতে,
রক্ত জীবন বিলিয়ে দিয়ে
খুব হয়েছে কানতে।
এই আমাদের হামলা গুলি করে
পাক হানাদার ঢুকে ঘরে ঘরে
চাইলো দেশটা কাড়তে,
বীর বাঙালি বাধ্য করলো
তাদের এদেশ ছাড়তে।
সেই ইতিহাস গর্ব করে স্মরি
হয় পরাজয় আমরা যাদের ধরি
জয় পতাকা ধরতে,
প্রতিদিনই মরতে রাজি
বসুন্ধরা গড়তে।